শিলিগুড়ি, ১ জুনঃ কলকাতায় নয়া পদ্ধতিতে এটিএম লুট। বিশেষ একটি ডিভাইস বসিয়ে এটিএম ও ব্যাঙ্কের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করেছে প্রতারকেরা। সেই ঘটনা সামনে আসার পর সতর্ক শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও। মঙ্গলবার ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে নিয়ে আলোচনায় বসেন পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্তারা।
আলোচনার পর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, এটিএমগুলিতে অ্যালার্ম ও সিসি ক্যামেরার সুবন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে। সেগুলি কাজ করছে কিনা তাও দেখতে বলা হয়েছে। এটিএমগুলিতে হেল্পলাইন নম্বর যেন গ্রাহকদের স্বার্থে লাগানো থাকে। থানাগুলিও ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে আলোচনায় বসবে। এছাড়াও এটিএম হ্যাকিং রুখতে ব্যাঙ্কের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ আধিকারিকেরা। মানুষকেও অনলাইন প্রতারণা নিয়ে সচেতন করতে উদ্যোগ নেওয়া হবে।