শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি মহকুমা পরিষদ ভবনের তিনতলার অফিস ঘর থেকে উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুব্রত সরকার।দীর্ঘ কয়েক বছর যাবৎ সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন তিনি।তবে সঠিক কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে সন্দিহান পরিবারের সদস্যরাও।ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সকাল নিজের দপ্তরে যান সুব্রতবাবু।পরে সাফাইকর্মীরা অফিসে পৌঁছোলে তারা অফিস ঘরের ভেতরে সুব্রত বাবুর ঝুলন্ত দেহ দেখতে পান।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতদেহটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।