সমতলে যখন বৃষ্টি, তখনই পাহাড়ে তুষারপাত। উত্তরে বাড়ছে শীতের দাপট। গতকাল সান্দাকফুতে তুষারপাত হয়েছে। সান্দাকফুতে তুষারপাতের জেরে কয়েক ইঞ্চির বরফ জমেছে। তাপমাত্রা কমেছে অনেক। এদিকে সিকিমের নানা জায়গায় ব্যাপক তুষারপাত হয়েছে। লাচেনে রাতভর তুষারপাতের জেরে রাস্তা ঢেকে গিয়েছে বরফে।
এদিকে সমতলেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।