উচ্চমাধ্যমিকে পাস করিয়ে দেওয়া হবে ১০০ শতাংশ পড়ুয়াকে।ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামে অনুত্তীর্ণ পড়ুয়ারা।বহু জায়গায় স্কুলে ভাঙচুর করা হয়।পথ অবরোধও চলে নানা জায়গায়।
এমন অবস্থায় পড়ুয়াদের পাস করানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল।এরপরই সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেয় ১০০ শতাংশ পরীক্ষার্থীকেই পাস করিয়ে দেওয়া হবে।করোনার জেরে এবছর মাধ্যমিকেও ১০০ শতাংশ পড়ুয়াকে পাস করানো হয়।কিন্তু উচ্চমাধ্যমিকে ফলাফলে তা হয়নি।প্রায় ৯৮ শতাংশ ছিল পাসের হার।এরপরই আন্দোলনে নামে পড়ুয়ারা।পরীক্ষা না দিয়েই কেন ফেল করিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পড়ুয়ারা।