শিলিগুড়ি,১ ডিসেম্বরঃ আজ বিশ্ব এইডস দিবস।সচেনতাই একমাত্র ঔষধ এইডস এর। এই লক্ষ্যে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবিরের আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন।
শিলিগুড়ির আশিঘর মোড়ে সচেতনতামূলক এই শিবিরের উদ্বোধন করেন ডাবগ্রাম ফুলবাড়ির প্রধান সুধা সিংহ চ্যাটার্জি।সংগঠনের সম্পাদক তরুণ মাইতি জানান,গোটা বিশ্বে এইডস সংক্রমণের সংখ্যা অনেকটা কমে এসেছে।আর সেটা হয়েছে একমাত্র সচেনতার জন্য।এবছর করোনা আবহের মধ্যেও আমরা পথে নেমেছি কারন এইডসের একমাত্র টিকা সচেনতা।