শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িকতার রুপ দিতে এবার সচেতনতায় জোর দিল শিলিগুড়ি পুরনিগম।আগামী ২২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘হাউসিং ফর অল’ এর সচেতনতা শিবির।এই সচেতনতা শিবিরে পুর আধিকারিকদের উপস্থিতিতে এই প্রকল্পের অন্তর্ভুক্ত বাসিন্দাদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হবে।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান পুরনিগমের মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী।তিনি জানান, বর্তমানে শিলিগুড়িতে এই প্রকল্প থেকে প্রায় ১, ১৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে।যার মধ্যে প্রায় ৬৫০ টির কাজ শেষ পর্যায়ে।তবে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষেরা।মাঝেমধ্যে অন্য কারো দ্বারা প্রতারিত হচ্ছেন তারা।সেই কারণে এই শিবিরের আয়োজন।