রাজগঞ্জ,১৯ নভেম্বরঃ বৃহস্পতিবার রাজগঞ্জের সন্ন্যাসীকাটা উচ্চ বিদ্যালয়ে রাজগঞ্জ থানা, জলপাইগুড়ি জেলা পুলিশ ও সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশু ও নারীপাচার ও সুরক্ষার বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হল।গত তিন মাসে বেশ কয়েকটি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে সন্ন্যাসীকাটায়।বারবার এই ধরণের ঘটনায় উদ্বিগ্ন সকলেই।তাই এদিন এই সচেতনতা শিবির করা হয়।
এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে এলাকায় সম্প্রতিকালে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে।সেই সব অপরাধের ঘটনা যাতে আর না ঘটে।এছাড়া মানুষ যাতে আইন সম্পর্কে সচেতন হন এই সব বিষয়ে আলোচনা করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মন্ডল, সিআই সদর দীপোজ্জ্বল ভৌমিক, জলপাইগুড়ি মহিলা থানার ওসি উপাসনা গুরুং, রাজগঞ্জ থানার ওসি প্রবীর দত্ত ও সন্ন্যাসীকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার জনপ্রতিনিধিরা।