শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ নারী সুরক্ষায় সচেতনতা বাড়াতে উদ্যোআগ নিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আর্থিক সমস্যার কারনে বিভিন্ন জায়গায় যুবতীরা কাজের প্রলোভনে পাড়ি দিচ্ছেন ভিনরাজ্যে । কাজের প্রলোভন দেখিয়ে নারীপাচার চালাচ্ছে একটি চক্র। এই বিষয়েই বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনি কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গার আইনি বিভাগের ছাত্রীরা এই সেমিনারে অংশগ্রহন করে। উপস্থিত ছিলেন আইন কলেজের অধ্য ক্ষা ডঃ গঙ্গোত্রী চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক বিচারক সুজয় সরকার, দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের জেলা সভাপতি অমিত সরকার, সংযুক্তা মৈত্র সহ অন্যান্যরা।
নারী সুরক্ষার বিষয়গুলিতে কিভাবে আইনি পরিষেবা দেওয়া যায় তা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
অমিত সরকার জানান, লকডাউনের মধ্যেও তারা কোভিড প্রোটোকল মেনে সচেতনতার কাজ চালিয়ে গিয়েছেন। তবে অনেকসময়ই নারী পাচারের ঘটনা তাদের সামনে উঠে আসছে। তাদের ফিরিয়ে আনতে যে আইনি পরিষেবা রয়েছে তা বিনামূল্যে দেওয়া হবে।