ফুলবাড়ি, ২ অক্টোবরঃ গান্ধী জয়ন্তী উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই এর উদ্যোগে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহন করা হল।
এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মধ্যক্ষ দেবাশীষ প্রামানীক।উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই এর সভাপতি মহেশ কুমার, ডিজি শঙ্কর কুমার দাস, ভাইস ডিজি হেমন্ত আগরওয়াল সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির,রক্তচাপ নির্নয় করা হয়।পুজোর আগে গ্রামের শতাধিক মানুষকে নতুন বস্ত্র ও শিশুদের পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়।এর পাশাপাশি দুপুরে খাবারের আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি মহেশ কুমার জানান, পুজোর আগে মানুষের মুখে সামান্য হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ।