শিলিগুড়ি, ৯ আগস্টঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে আশিঘর ফাঁড়ির অন্তর্গত কানকাটা মোড়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ।ধৃতের নাম বিজয় বর্মন।মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে এসওজি আধিকারিকেরা জানতে পারে যে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ির একটি বাসে এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে আসছে।এই খবরের ভিত্তিতে কানকাটা মোড়ে ঘাঁটি গাড়ে এসওজি ও আশিঘর ফাঁড়ির পুলিশ।গভীর রাতে বাসটি পৌঁছাতেই ব্যক্তিকে ধরা হয়।ধৃতকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
ধৃত মাদক পাচারে ডেলিভারি বয় হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
