শিলিগুড়ি, ১৫ আগস্টঃ স্বাধীনতা দিবসের দিনে শিলিগুড়িতে শহীদ বেদী নিয়ে তরজা কংগ্রেস নেতা শঙ্কর মালাকার ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের।
জানা গিয়েছে, ১৯৪২ সালে ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন করতে গিয়ে শহীদ হয় পাঁচজন কংগ্রেস সমর্থক।তারই স্মৃতিতে শিলিগুড়ি থানার ঠিক পাশেই তৈরি করা হয়েছিল শহীদ বেদী।সেখানেই বিভিন্ন সময় কংগ্রেস নেতা-নেত্রীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন।তবে দেখভালের অভাবে কিছুটা সময় সেই শহীদ বেদী কিছু ব্যবসায়ীর দখলে চলে যায়।
এদিকে বেশকিছু বছর ধরে পুরনিগমের পক্ষ থেকে সেই শহীদ বেদীকে উপযুক্ত সম্মান প্রদান করা হচ্ছে।অবহেলিত সেই শহীদ বেদীটিকে পুনর্গঠন করেন মেয়র গৌতম দেব।
মঙ্গলবার সকালে অন্যান্য বছরের ন্যায় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে যান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার।সেখানে গৌতম দেবেন নামে ফলক দেখে বেজায় চোটে যান তিনি।
এই বিষয়ে শঙ্কর মালাকার জানান, ৮৩ বছরের ইতিহাসকে মুছে দিয়েছেন মেয়র গৌতম দেব।কংগ্রেসের শহীদ বেদীকে দখল করে নোংরা রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, কংগ্রেস সংকীর্ণ রাজনীতি করছে।আমরা পুননির্মান করেছি তারই একটি ফলক শহীদ বেদীর বাইয়ে দেওয়ালে লাগানো হয়েছে।