রাজগঞ্জ,২৫ জানুয়ারি: সোমবার শহীদ দিবস পালন করল সাহুডাঙ্গী শহীদ বেদি কমিটি।কামতাপুরি রাজ্য ও ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হওয়া জগদীশ চন্দ্র রায় ও গজন রায়,যুগল কিশোর রায়বীর,মানু রায় ও সহলাল বর্মনের স্মরণে এদিন সাহুডাঙ্গিতে শহীদ দিবস পালন করা হয়।
কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আলতাগ্রাম স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি করা হয়েছিল।সেদিন আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় জগদীশ চন্দ্র রায় ও গজন রায়ের মৃত্যু হয়।তাই প্রতি বছর ২৫ জানুয়ারি ওই দুই শহীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন,কমিটির সম্পাদক রবি রায়,মদন রায়,অজিত রায় সহ অন্যান্যরা।