শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ পাখিদের আস্তানা গড়তে এগিয়ে এল শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা।শিলিগুড়ির সূর্যসেন পার্ক, ইসকন মন্দির প্রাঙ্গণ,চাঁদমণি মন্দির অঞ্চল সহ গজলডোবার পাশ্ববর্তী এলাকাগুলিতে প্রচুর পাখির দেখা মেলে।সেই পাখিদের জন্য নিজেদের হাতে বানানো ‘বার্ডস রেস্ট্রো’ সেখানকার গাছে গাছে রাখার ব্যবস্থা করল ইউনিক ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থা।পাশাপাশি পাখিদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।নিয়মিত পরিষ্কার করা হবে খাবারের পাত্র আর বদলে দেওয়া হবে জল।যাতে কোনরকম সংক্রমণের সম্ভাবনা না থাকে।
ইউনিক ফাউন্ডেশন টিমের এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন পরিবেশ প্রেমীরা।