শিলিগুড়ি,২ মেঃ প্রশাসনিক সমন্বয়ের অভাবে ফের নতুন করে শহর শিলিগুড়িতে সৃষ্টি হয়েছে করোনা আতঙ্ক।এমনটাই জানালেন পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।অবিলম্বে সঠিক তথ্য দিয়ে শহরের মানুষের বিভ্রান্তি দূর করার আবেদন জানান মেয়র।
এদিন তিনি বলেন, অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে করোনা হাসপাতাল ও ল্যাব তৈরি করে নিজ নিজ জায়গায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করুক রাজ্য সরকার।
অন্যদিকে রেড জোন ও অরেঞ্জ জোন নিয়ে প্রশ্ন তোলেন পুরসভার স্বাস্থ্য বিভাগের পারিষদ শংকর ঘোষ। তিনি জানান, রেড জোন বা অরেঞ্জ জোনের বিষয়টি এখনও শহরবাসীর কাছে পরিষ্কার নয়।অবিলম্বে সমস্ত কিছু তথ্য পরিষ্কারভাবে মানুষের সামনে আনা উচিৎ সরকারের।