শিলিগুড়ি,১৯ আগস্টঃ উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।বৃষ্টির জেরে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলির জলস্তরও বৃদ্ধি পেয়েছে।এই বিষয়গুলি নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করলেন প্রশাসনিক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব,মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কেটরাও পাটিল এবং পুরনিগমের বিভিন্ন বিভাগের কর্মীরা।
বৈঠক শেষে গৌতম দেব বলেন, টানা বৃষ্টিতে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে।ভারী বর্ষণে কিছু-কিছু জায়গা জলমগ্ন হয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।যশ মোকাবিলায় যে কমিটি গঠন হয়েছিল তাকে অ্যাক্টিভেট করা হয়েছে।এছাড়াও বেশ কয়েকটি কন্ট্রোল রুম খোলা হবে।জরুরী মোকাবিলার জন্য যা যা প্রয়োজনীয় তার ব্যাবস্থা নেওয়া হয়েছে।