শৈলশহরে নতুন অতিথিদের আগমন, খুশির হাওয়া পর্যটনে  

দার্জিলিং, ৩০ নভেম্বরঃ শীতের শুরুতেই শৈলশহরে এলো নতুন অতিথি।হায়দরাবাদ থেকে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে নিয়ে আসা হল দুটি সাদা বাঘ, দুটি গোল্ডেন জ্যাকেল বা সোনালি শিয়াল।এই নতুন অতিথিদের আগমনে খুশির হাওয়া দার্জিলিঙে।


দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।শৈলশহরের এই চিড়িয়াখানায় প্রতিবছর দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন।পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের অধীন তোপকেদাড়া প্রজননকেন্দ্রে স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রজাতির নেকড়ে, রেড পান্ডার মতো বন্যপ্রাণীর সফল কৃত্রিম প্রজনন হয়েছে এখানে।

গত জুলাই মাসে চারটি রেড পান্ডা এবং একজোড়া তুষার চিতার জন্ম হয় চিড়িয়াখানায়।সম্প্রতি সেই শাবকদের নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।ফের এই চিড়িয়াখানায় নতুন অতিথিদের আগমনে নতুন পালক জুড়ছে।হায়দরাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্ক থেকে প্রাণীগুলোকে সড়কপথে নিয়ে আসা হয়েছে।বর্তমানে সকলে সুস্থই রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানিয়েছেন, হায়দরাবাদ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ ও সোনালি শিয়াল আনা হয়েছে।এর পরিবর্তে একজোড়া রয়েল বেঙ্গল টাইগার, একজোড়া গোল্ডেন ফিজেন্ট, সিলভার ফিজেন্ট, লেডি আমহার্স্ট ফিজেন্ট ও চিয়ার ফিজেন্ট পাঠানো হয়েছে হায়দরাবাদের চিড়িয়াখানায়।

চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর শীঘ্রই পর্যটকদের সামনে নতুন বনপ্রানীদের নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ডিরেক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişmatadorbet girişmarsbahis güncel girişbaywinJOJOBETjojobet girişgrandpashabet