শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা চলাকালীন যাতে কোনরকম অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে এবং পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেইদিকে বিশেষ নজর রাখা হবে।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর।
এদিন বিশ্বচাঁদ ঠাকুর বলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাতটি থানার অন্তর্গত মোট ৩৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।সমস্ত কেন্দ্রে পুলিশ থাকবে।এছাড়াও ট্রাফিক ব্যবস্থা সচ্ছল রাখতে থাকছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।শহরের মূল কেন্দ্রগুলিতে প্রায় ২৫টি মোটরসাইকেল মোবাইল ভ্যান মোতায়েন থাকবে।কোন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে যেতে বিলম্ব হলে মোটরসাইকেলে করে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।১০০ অথবা ২৬৬২২১০ নম্বর ডায়াল করলেই এই সুবিধা নিতে পারবে পরীক্ষার্থীরা।
