আলিপুদুয়ার,১২ এপ্রিলঃ সম্বর হরিণ মেরে তার মাংস দিয়ে চলছিল বনভোজন।ঘটনাস্থল তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সা বাঘ বনের চুনিয়াঝোরার চা-বাগানের পাশের জঙ্গল।
এদিকে বিষয়টি জানতে পেরেই যৌথ অভিযান চালিয়ে দুটি গাদা বন্দুক সহ সম্বর হরিণের মাংস উদ্ধার করে এসএসবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ও বনকর্মীরা।ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম বিনোদ ওঁরাও ও পুনাই ওঁরাও।এরা দুজন চুনিয়াঝোরার গির্জা লাইনের বাসিন্দা।ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়।
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর বুদ্ধরাজ সেবা জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্ৰেপ্তার করা হয়েছে এবং দুটো গাদা বন্দুক উদ্ধার হয়েছে।দুজন পলাতক রয়েছে।তাদের খোঁজে তল্লাশি চলছে।