তিন দফা দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির স্মারকলিপি প্রদান

রাজগঞ্জ, ২১ সেপ্টেম্বরঃ কলেজের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরন সহ তিন দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে উত্তরকন্যায় স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতি।


সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কলেজগুলির প্রায় ২০০ জন অস্থায়ী কর্মচারী ফুলবাড়িতে জমায়েত হন।সেখান থেকে মিছিল করে উত্তরকন্যা অভিমুখে রওনা হন তারা।যদিও ফুলবাড়ি বাইপাস মোড়ে পৌছাতেই মিছিল আটকে দেয় পুলিশ।পরে আন্দোলনকারীদের পাঁচজনের প্রতিনিধির একটি দল গিয়ে উত্তরকন্যায় স্মারকলিপি জমা দেন।

সমিতির রাজ্য কমিটির সভাপতি মেহেবুব এলাহি আলি বলেন,  আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।চাকরি সুনিশ্চিত করার দাবি নিয়ে একাধিকবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করলেও দাবি পূরণ হয়নি।মূলত তিনটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হল।স্মারকলিপিতে চাকরি স্থায়ীকরন, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা এবং বেতন কাঠামো সঠিক করার দাবি জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *