শিলিগুড়ি,৮ এপ্রিলঃ উত্তরবঙ্গ জুড়ে হোলসেল খাদ্যদ্রব্য ডিস্ট্রিবিউশন চালু থাকবে।এদিন মার্চেন্ট এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করার পর মন্ত্রী গৌতম দেব জানান, মার্চেন্ট অ্যাসোসিয়েশন নিজস্ব পদ্ধতিতে গাড়ি পার্কিং করিয়ে এইসকল খাদ্যদ্রব্য লোডিং আনলোডিং করবে।স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব সব বজায় রেখেই কাজ করা হবে।একদিকে বাজার যেমন খোলা থাকবে তেমনই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে না।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাজারে জিনিসপত্রের মূল্য একটি নির্দিষ্ট দামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মন্ত্রী আরও জানান, হোলসেল মার্কেটের এই ডিস্ট্রিবিউশনের কাজ যেখান থেকে হয় তিনি নিজে সেখানে যাবেন এবং অনুরোধ করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে।এই প্রক্রিয়া চালু থাকলেও লকডাউনকে হালকা ভাবে নেওয়া যাবে না।