শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ মহারাজা অগ্রসেন হাসপাতালে চালু হতে চলেছে ক্যাথল্যাব।কার্ডিয়াক সম্মন্ধিত সমস্ত সমস্যার সমাধান করতে ১৪ই ফেব্রুয়ারী থেকে হাসপাতালে চালু হচ্ছে ক্যাথল্যাব।
মহারাজা অগ্রসেন হাসপাতালের তরফে জানানো হয়, উত্তরবঙ্গের মানুষ এতে অনেক উপকৃত হবে।তুলনামূলকভাবে কম খরচে তারা এখানে পরিষেবা দেবেন।
অন্যদিকে হাসপাতালের চেয়ারম্যান দীপক আগরওয়াল জানান, মহারাজা অগ্রসেন হাসপাতাল সাধারন মানুষের সুবিধার্থে কাজ করে আসছে।অন্যান্য নার্সিংহোমের তুলনায় প্রায় অর্ধেক খরচে এখানে কার্ডিয়াক সংক্রান্ত সমস্ত চিকিৎসা হবে।ভবিষ্যতে তাদের আরও বেশকিছু পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।