শিলিগুড়ি,৪ আগস্টঃ শিলিগুড়িতে ড্রোনের মাধ্যমে এবার নজরদারি চালাবে পুলিশ। ট্রাফিক সমস্যা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবার ড্রোন ব্যবহারে বেশি জোর দেবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে এরিয়াল সার্ভিল্যান্স সিস্টেমের উদ্বোধন হয়।এদিন মহাত্মা গাঁধী মোড়ে পুলিশ কমিশনার গৌরব শর্মা উদ্বোধন করেন এই সিস্টেমের। এখন থেকে শহরে যেখানে ট্রাফিক যানজট হবে সেখানে ড্রোন উড়িয়ে পরিস্থিতির ছবি দেখবে পুলিশ। সেই ভিডিয়ো দেখে সমস্যার সমাধান করা হবে। এছাড়াও যেকোনও বড় ঝামেলা হলেও ড্রোন ওড়ানো হবে। অন্যদিকে বড় উৎসবের সময়ও ড্রোন উড়িয়ে পরিস্থিতির উপর নজর রাখবে পুলিশ। অন্যদিকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বজায় রাখতেও প্রযুক্তির ব্যবহার করা হবে। আগামীতে ড্রোনের সংখ্যা যাতে বাড়ানো যায় তা দেখা হবে বলে জানান পুলিশ কমিশনার।