শিলিগুড়ি,২২ মেঃ করোনার জেরে চলছে লকডাউন।যে কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।যে কারণে সমস্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বাস মালিকেরা।
বাস মালিকদের অভিযোগ,শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে চলতি মাসের বাসের চুক্তির টাকা পায়নি তারা।এই অবস্থায় কি করে চালকদের বেতন এবং গাড়ির ইএমআই দেবেন তারা।
শিলিগুড়ির স্কুল এন্ড চার্টার্ড বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভ্র ব্যানার্জি বলেন, বাসের চুক্তির টাকা না পেলে শুধু তারাই না এই পেশার সাথে যুক্ত সকলেই সমস্যায় পড়বেন।
তিনি অভিযোগ করে বলেন, এখন চুক্তির টাকা না পেলে কিভাবে চলবে বাস।গোটা বিষয়টি ইতিমধ্যেই পর্যটন মন্ত্রী গৌতম দেবকে জানিয়েছেন তারা।তাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে মন্ত্রীর।