শিলিগুড়ি, ৩০ আগস্টঃ করোনার আতঙ্কে বন্ধ সমস্ত বড় অনুষ্ঠান।বিয়েবাড়ি, জন্মদিনের অনুষ্ঠানের পাশাপাশি পুজোগুলোও পালিত হচ্ছে ছোটো করে, কোথাও বা হচ্ছেই না। যার ফলে সমস্যার মুখে পড়ছে ডেকোরেটর এবং ক্যাটারার এর সঙ্গে যুক্ত কর্মীরা।
কাজ বন্ধ, তাই পেট চালাতে কেউবা সবজি বিক্রি করছেন আবার কেউ টোটো চালাচ্ছেন শিলিগুড়ি টাইমস এর মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সংগঠনের কর্নধারেরা।
সংগঠনের কর্ণধাররা জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা তাদের সকল সদস্যদের সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তবে সরকারের সহযোগিতা ছাড়া এই কাজের সঙ্গে যুক্ত মানুষেরা কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না।
ডেকোরেটর সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক গোপাল সরকার জানান, এবারে যদি দূর্গাপুজোও বন্ধ হয়ে যায় তবে একেবারেই কর্মহীন হয়ে পড়বেন তারা। এখনও পর্যন্ত কোনো পুজোর বরাত পাননি তারা। তিনি আরও বলেন, ডেকোরেটর, ক্যটারিং এর যুক্ত সকল কর্মীদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েও কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি, তাই একদিন সব ঠিক হয়ে যাবে এই আশাতেই দিন কাটাচ্ছেন তারা।