বিধিনিষেধে নতুন ছাড়, বৃদ্ধি পেল খুচরো দোকান খোলা রাখার সময়সীমা

আরও ১ ঘণ্টা বৃদ্ধি পেল খুচরো দোকান খোলা রাখার সময়সীমা।দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন,বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তরাঁ খোলা রাখা যেতে পারে।তবে সেক্ষেত্রে কর্মীদের টিকা দিতে হবে এবং সমস্তরকম নিরাপত্তাবিধি বজায় রাখতে হবে।পাশাপাশি ব্যবসায়িক সংগঠনগুলিকে তাদের কর্মীদের টিকা দিতে অনুরোধ করেন তিনি।রেশন দোকানের কর্মীদের মতো রাইস মিল,আটা মিলের কর্মীদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হবে।অন্যদিকে ২৫ শতাংশ কর্মী নিয়ে শপিং মল খোলার ব্যাপারেও চিন্তা-ভাবনা করছে রাজ্য।তবে ১৫ জুনের পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *