শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ সোনা পাচারের অভিযোগে মঙ্গলবার রাতে ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে এক পাচারকারীকে গ্রেফতার করল ডিআরআই।গ্রেফতার পাচারকারির নাম খুনডোংবাম রনবীর মইতই।সে মনিপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, ওই পাচারকারী নিজের মলদ্বারে চারটি সোনার বিস্কুট লুকিয়ে পাচারের উদ্দেশ্যে ছিল।তবে তার আগেই ডিআরআই আধিকারিকদের হাতে ধরা পড়ে।উদ্ধার হওয়া সোনার ওজন ৮৭০ গ্রাম।যার বাজারমূল্য ৪৩ লক্ষ ৬ হাজার ২১০ টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হয়।
এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী রতন বনিক বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় ডিআরআই আধিকারিকরা।ট্রেন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।অভিযুক্ত মলদ্বারে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে ছিল।আজ অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করে।