শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ কম্পিউটারের এসএমপিএস ডিভাইসের ভেতরে লুকিয়ে পাচারের নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশী সোনার বিস্কুট।তবে পাচারের আগে অভিযান চালিয়ে সোনা সহ দুজনকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের নাম ফুব ছিরিং(৫০) এবং আমজাদ খান(৩৩)।ফুব ছিরিং ভুটান এবং আমজাদ খান তামিলনাড়ুর বাসিন্দা।
জানা গিয়েছে, প্রথমে ব্যাংকক থেকে ভুটানে বিদেশী সোনা নিয়ে আসা হয়েছিল।এরপর ইন্দো-ভুটান বর্ডার হয়ে আলিপুরদুয়ার থেকে কাঞ্চনকন্যা ট্রেনে করে সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এই খবর পায় ডিআরআই।ট্রেনটি জংশনে আসতেই অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে দুজনকে আটক করা হয়।তাদের তল্লাশি চালাতেই একটি ব্যাগ থেকে উদ্ধার হয় কম্পিউটারের এসএমপিএস ডিভাইস।সেই ডিভাইসের ভেতর থেকে উদ্ধার হয় ১০ পিস সোনার বিস্কুট।
উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১ কিলো।যার বাজারমূল্য ৬১ লক্ষ টাকার বেশি।এরপরই দুজনকে গ্রেফতার করে ডিআরআই আধিকারিকেরা।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করে বিচারক।দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়াও প্রত্যেক সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারক।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।