শিলিগুড়ি, ১ আগস্টঃ জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা।এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে কোটি টাকার বিদেশী সোনার বিস্কুট উদ্ধার করলো ডিআরআই।ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত।ধৃতদের নাম নিজামুদ্দিন এবং আনশারুল খান।নিজামুদ্দিন উত্তর প্রদেশ এবং আনশারুল খান ধানবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, ডিআরআই এর কাছে খবর আসে যে ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে শিলিগুড়ি হয়ে দিল্লিতে সোনা পাচার করা হবে।সোনা পাচারের উদ্দেশ্যে ধৃত দুজন ত্রিপুরা থেকে আগরতলা রানী কমলাপতি ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।এনজেপি স্টেশনে পৌঁছানোর আগেই ডিআরআই টিম ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দুজন ভুয়ো ভোটার কার্ডের সাহায্যে নকল রেলের টিকিট বানিয়ে ট্রেনে উঠেছিল তারা।এরপর ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছালে তাদের ডিআরআই দপ্তরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে দুজনের জুতোর সোলে উদ্ধার হয় ১৬ পিস বিদেশী সোনার বিস্কুট।যার কোন বৈধ নথী না থাকায় গ্রেফতার করা হয় দুজনকে।
ডিআরআই সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার ওজন ২ কিলো ৩৫৫ গ্রাম।যার বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকারও বেশি।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।