শিলিগুড়ি, ১ জুলাইঃ নিত্যনতুন উপায়ে সোনা পাচারের ছক কষছে পাচারকারীরা।ব্যাগ, বেল্ট, জুতোর পর এবারে মোজার ভেতরে সোনা পাচারের চেষ্টা।ফের ঘটনার পর্দা ফাঁস করলো ডিআরআই।এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে মোজার আড়ালে সোনা পাচারের পর্দা ফাঁস করে ডিআরআই।গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।ধৃতের নাম বিকাশ কুমার।বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, ইন্দো বাংলাদেশ সীমান্তের আগরতলা থেকে বিহারে সোনা পাচারের ছক করেছিল সে।পরিকল্পনা অনুযায়ী মোজার ভেতরে সোনার বিস্কুট লুকিয়ে আগরতলা থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।এই খবর পেয়েই শুক্রবার ডিআরআই টিম এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করে তল্লাশি নেয়।তল্লাশি চালিয়ে তাঁর মোজার ভেতর থেকে ১১ পিস সোনার বিস্কুট উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলো ৬২৮ গ্রাম।যার বাজারমূল্য ৯৪ লক্ষ ৭২ হাজার টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান, সোনা পাচারের জন্য বিশেষভাবে মোজা তৈরি করা হয়েছিল।এই ঘটনা আন্তর্জাতিক পাচার মামলা।আজ ধৃতের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।তবে এই মামলায় ফের শুনানি হবে আগামী ১৫ জুলাই।
ধৃতের পক্ষের আইনজীবী অলোক দাস বলেন, সোনা পাচারের অভিযোগে বিকাশ কুমারকে গ্রেফতার করে ডিআরআই।আজ তাকে পেশ করা হলে জামিন মঞ্জুর করেছে আদালত।