শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে ডিআরআই এর অভিযান।উদ্ধার হল ১০ কোটি টাকার সোনার বার।ঘটনায় গ্রেফতার ৪।ধৃতদের নাম নির্মলেন্দু পাল, সুজন পাল, পীযূষ পোদ্দার এবং সুজিত দাস।ধৃতরা অসমের করিমগঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে কলকাতায় সোনা পাচারের উদ্দেশ্যে করিমগঞ্জ স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে ওঠে চারজন।এই খবর পায় ডিআরআই।গোপন সূত্রে এই খবর পেয়েই এনজেপি স্টেশনে অভিযান চালায় ডিআরআই আধিকারিকেরা।ট্রেনে চারজনের ওপর সন্দেহ হয় তাদের।সন্দেহের ভিত্তিতে চারজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কোমর বেল্টের মধ্যে উদ্ধার হয় সোনার বার।ধৃত ৪ জনের কাছ থেকে ৯০ পিস সোনার বার উদ্ধার হয়েছে।ধৃতরা সোনার কোনো বৈধ নথী দেখাতে না পারায় ডিআরআই তাদের গ্রেফতার করে।
উদ্ধার হওয়া সোনার ওজন ১৮ কিলোর বেশি।যার বাজারমূল্য ১০ কোটি টাকা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।আগামীকাল ফের মামলার শুনানি হবে।
এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী রতন বনিক বলেন, ডিআরআই অভিযান চালিয়ে ১০ কোটি টাকার সোনা উদ্ধার করেছে।উদ্ধার হওয়া সোনা বিদেশী সোনা।এই গোটা চক্রের তদন্তে নেমেছে ডিআরআই।
অন্যদিকে ধৃতদের পক্ষের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, আমার মক্কেলরা পুরোনো সোনার গয়না নতুন করে বানানোর জন্য কলকাতায় যাচ্ছিলেন।ডিআরআই তাদের গ্রেফতার করেছে।
গোটা ঘটনার তদন্ত করছে ডিআরআই।