শিলিগুড়ি,২ সেপ্টেম্বরঃ নকল সোনা বন্ধক রেখে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়।শিলিগুড়ি শহরজুড়ে সক্রিয় প্রতারণার নতুন চক্র।হাতেনাতে নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়ল ২ ব্যক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যায় হিলকার্ট রোডে একটি সোনার দোকানে ২ ব্যক্তি আসে।কিছু অলঙ্কার বন্ধক রাখতে চেয়ে টাকা চায় এক ব্যবসায়ীর কাছে।এরপরই ব্যবসায়ী অলঙ্কারগুলি যাচাই করে দেখেন সেগুলি আসলে সোনা নয়।বরং সেগুলি সোনালি রঙ করা।এরপর ২ ব্যক্তির কাছ থেকে আরও নকল সোনা উদ্ধার হয়।খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে, এদিন সকালে হিলকার্ট রোডে আরেকটি দোকানে কয়েকজন এসে এমনভাবে নকল সোনা বন্ধক রেখে ১৫ হাজার টাকা নেয়।শহরজুড়ে বড় একটি চক্র এভাবে ব্যবসায়ীদের প্রতারিত করে টাকা আদায় করছে বলে আশঙ্কা।ফলে সমস্ত ব্যবসায়ীদের সতর্ক থাকার কথা বলছেন পুলিশ আধিকারিকেরাও।