শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ সোনা পরিষ্কারের নামে প্রতারণা।ঘটনায় বিহার থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ।ধৃতরা বিহারের ভাগলপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে এডিসিপি শুভেন্দ্র কুমার জানান,বেশকিছুদিন ধরেই শিলিগুড়িতে সোনা পরিষ্কারের নামে সোনার গয়না চুরির ঘটনা ঘটছিল।বিভিন্ন থানায় এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ছিল।
এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর পেছনে বিহারের একটি চক্র কাজ করছে।বাইকে করে বিহারের ভাগলপুর থেকে শিলিগুড়িতে এসে বিভিন্ন জায়গায় গিয়ে সোনা পরিষ্কারের নামে মানুষের চোখে ধুলো দিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দিতো শম্ভু সাহ ও তার নাবালক ছেলে।এরপরই ভাগলপুরে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করে শিলিগুড়ি থানা ও প্রধাননগর থানার পুলিশ।তাদের কাছ থেকে ৯০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।