শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ ফের শিলিগুড়িতে সেই পুরোনো অপরাধের ঘটনা ঘটছে আরেকবার।এর আগেও দেখা গিয়েছিল সোনা পরিষ্কারের নামে বাড়িতে এসে আসল সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় ফের এই ঘটনা ঘটে।
এদিন গৃহবধূ রূপা সাহা জানান, দুজন লোক বাড়িতে আসে। বাসনপত্র পরিষ্কার করার কথা বলে তারা। প্রথমে পিতলের বাসন দিলে তা পাউডারের মতো কিছু দিয়ে পরিষ্কার করে দেয়।এরপর সোনার চেন, লকেট ও আংটি পরিষ্কার করে দেওয়ার কথা বলা হয়।এরপর একটি কৌটোর মধ্যে ঢোকায় সেগুলি।১০ মিনিট পর খুলতে বলে।তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর কৌটো খুলতে দেখি সোনার অলঙ্কার নেই।কিছু পাথর পড়ে রয়েছে।
ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি শিলিগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে।তদন্তে নেমেছে পুলিশ।