শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ পাচারের আগে সোনার বিস্কুট সহ গ্রেফতার হল ১ জন।ধৃতের নাম শ্রবণ কুমার।বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা।
জানা গিয়েছে, অসম থেকে সোনা বিহারে পাচার হবে বলে খবর পায় এনজেপি থানার পুলিশ।এই খবরের ভিত্তিতে ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড়ে ঘাঁটি গাড়ে পুলিশের একটি দল।সেখানে গাড়ি ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিল শ্রবন কুমার।কাপড় দিয়ে তার পায়ে বাঁধা ছিল ৪ পিস সোনার বিস্কুট।প্রথমে তাকে আটক করে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ।এরপরই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬৪ গ্রাম।যার বাজারমুল্য প্রায় ৪০লক্ষ টাকা।ধৃতকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।