শিলিগুড়ি, ১ অক্টোবরঃ সোনার বিস্কুট সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতের নাম নিখিল চৌধুরী।সে ত্রিপুরার আগরতলার বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, নিখিল চৌধুরী সোনা নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।গোপন সূত্রে এই খবর পেয়েই ডিআরআই টিম এনজেপি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে নিখিল চৌধুরীকে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট।৬টি বিস্কুটের ওজন ৮১৬ গ্রাম।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৩৮ লক্ষ ৪৩ হাজার ৩৪৭ টাকা।
আজ ধৃতকে আদালতে পেশ করা হয়।সরকারি ও অভিযুক্ত পক্ষের আইনজীবীর যুক্তি শোনার পর বিচারক অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী রতন বনিক বলেন, সোনা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্ত একটি বিশেষ বেল্টের মধ্যে সোনা নিয়ে যাচ্ছিল।৬টি বিস্কুট উদ্ধার হয়েছে।