শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে ৪ কিলো ৯৮০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করল ডিআরআই।এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।একটি গাড়িও আটক করেছে ডিআরআই।ধৃতদের নাম বুয়া মায়ঙ্ক জাহাঙ্গীর এবং শহীদুল রহমান।দুজনই মণিপুরের বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত অসম নম্বরের একটি গাড়িতে ৩০টি সোনার বিস্কুট নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।উত্তর প্রদেশের গোরখপুরে সোনা পাচারের উদ্দেশ্যে ছিল তাদের।তবে পাচারের আগেই ডিআরআই এর টিম ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অসম নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট উদ্ধার করে।ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য ২ কোটি ৬০ লক্ষ টাকা।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।অভিযুক্তদের ৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই।