শিলিগুড়িতে ৫ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, ধৃত ৮

শিলিগুড়ি, ২৯ আগস্টঃ এনজেপি স্টেশনে পৃথক তিনটি ট্রেনে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করলো ডিআরআই।সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ৮জন।ধৃতদের নাম দিলবর মিয়াঁ(৪৩), নূর মহম্মদ মিয়াঁ(৪৫), রেজাউল হক(৩০), মেহবুব হাসান(১৯), রেজাউল রহমান(৩৮),রাসেল হক(১৯), রুবেল হুসেন(২১) এবং শাহনূর হক(২৩)।ধৃতরা কোচবিহারের বাসিন্দা।   


জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত হয়ে কোচবিহারে সোনা পৌঁছেছিল।এরপর ধৃতরা কোচবিহার থেকে কলকাতাগামী সরাইঘাট, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং পদাতিক এক্সেপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।এর খবর পায় ডিআরআই।এরপর ডিআরআই টিম গতকাল রাতে এনজেপি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে।ধৃতরা প্যান্টে বিশেষ পকেট বানিয়ে সোনা নিয়ে যাচ্ছিল।তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৮০ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ৯ কিলো।যার বাজারমূল্য ৫ কোটি টাকার বেশি।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, সোনা পাচারের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş