শিলিগুড়ি, ২৬ জুলাইঃ শিলিগুড়িতে সোনার দোকানে চেন নিয়ে চম্পট দিলেন স্বামী।যদিও ধরা পড়ে গেলেন স্ত্রী।মঙ্গলবার রাতে ভেনাস মোড় সংলগ্ন একটি সোনার দোকানে ঘটনাটি ঘটে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ভেনাস মোড়ের একটি সোনার দোকানে যায় দম্পতি।সেখানে বেশকয়েকটি সোনার চেন দেখেন তারা।এরপর রাতে ফের দোকানে আসবেন বলে বেরিয়ে যান।সেইমত রাতে ফের দোকানে পৌঁছান।এরপর সোনার চেন দেখতে দেখতে সুযোগ বুঝে একটি আসল সোনার চেন চুরি করে ব্যবসায়ীকে নকল সোনার চেন দিয়ে দোকান থেকে চম্পট দেয় ব্যক্তি।তবে মহিলা দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় মহিলাকে আটকে দেন ব্যবসায়ী।এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম প্রিয়াঙ্কা শর্মা মল্লিক।মহিলার স্বামীর নাম শিবম মল্লিক।লেকটাউন এলাকার বাসিন্দা তারা।প্রতারণার অভিযোগে ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে ব্যবসায়ী রাহুল গুপ্তা বলেন, ওই দম্পতি দুপুরের পর ফের রাতে আসে।সোনার চেন দেখার সময় সুযোগ বুঝে আসল সোনার চেন চুরি করে চম্পট দেয় ব্যক্তি।চুরি যাওয়া সোনার চেনের দাম প্রায় ৪৫ হাজার টাকা।
