শিলিগুড়ি,২৩ নভেম্বরঃ শিলিগুড়ি দক্ষিণ একটিয়াশালে দিনদুপুরে সোনার দোকান থেকে অলঙ্কার ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ দোকান খুলতে আসেন সুজয় পাল। এদিন অলঙ্কার ভর্তি ব্যাগ দোকানে রেখে বাইরে পরিষ্কারের কাজ করছিলেন। সেইসময় একটি বাইকে দুজন দুষ্কৃতী এসে দোকানে ঢুকে দ্রুত ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
এরপর ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা তাড়া করলেও দুষ্কৃতীরা বাইকে চেপে এলাকা থেকে উধাও হয়ে যায়। একটি গাড়ি নিয়ে ধাওয়া করা হলেও তাদের ধরা যায়নি। ঘটনার পরেই খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দোকানের মালিক সুজয় পাল জানান, সিসিটিভি ফুটেজ বের করতে গিয়ে দেখি স্টোরেজ ফুল।তাই কিছুই রেকর্ড হয়নি।এর আগেও দোকানের টিন কেটে দুবার চুরির ঘটনা ঘটেছিল। আজ এমন ঘটনা হবে ভাবতেই পারিনি।গোটা ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
