কোচবিহার, ১৬ ডিসেম্বরঃ কোচবিহার চিলকিরহাট বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দোকানে চুরির ঘটনা নজরে আসে স্থানীয়দের।এরপর স্থানীয়রা দোকান মালিক প্রশান্ত বর্মনকে ঘটনার খবর দেন।খবর পেয়ে ছুটে এসে দেখেন দোকানের শাটার ভাঙা এবং লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা চুরি গিয়েছে।
ঘটনার পরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় ব্যবসায়ীরা।অভিযোগ, এর আগেও বাজারে চুরির ঘটনা ঘটেছিল।তারপরেও পুলিশ কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না।ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটারের মধ্যে রয়েছে পুলিশ ক্যাম্প তারপরও কিভাবে চুরির ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা।দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আন্দোলনে নামা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।