কোচবিহার, ২৯ নভেম্বরঃ কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট বাজারে পর পর দুটি সোনার দোকানে চুরি এবং আরও একটি দোকানে চুরির চেষ্টার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।
স্থনীয় সূত্রে জানা গিয়েছে, গোঁসাইরহাট বাজারে হিমাংশু রায়, সুজিত মহন্ত ও গোপাল মহন্তের দোকানে সাটার ভেঙে চুরির ঘটনা ঘটে।দোকানে থাকা গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।তবে দুটি দোকান থেকে গয়না চুরি হলেও একটি দোকানে কোনো গয়না চুরি হয়নি।শুধুমাত্র দোকানের সাটার ভাঙা হয়েছিল।দোকানে থাকা সিসি টিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে গিয়েছে চোর।লক্ষাধিক টাকার চুরি হয়েছে।
মঙ্গলবার সকালে চুরির ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরাও।স্থানীয়দের মত বাজারে নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।এরপরেও কিভাবে চুরির ঘটনা ঘটেছে।ঘটনার পরই প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের একাংশের।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।