শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির হিলকার্ট রোডে ফের সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, আজ সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসে দোকানের এক কর্মীর।দেওয়াল ভেঙে দোকানে ঢুকেছে চোরের দল।প্রায় ৩০ কিলো রূপো ও আনুমানিক ১০০ থেকে ২০০ গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।দোকানের লকারটি কাটার চেষ্টা করা হলেও, লকারের ভেতরে রাখা সোনা বের করতে পারেনি।দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ।এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দোকানের মালিক জানান, সকালে কর্মী দোকান খুলতে এসে চুরির ঘটনা দেখতে পায়।এরপরই দোকানে আসি।কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর অলঙ্কার চুরি হয়েছে বলে জানান তিনি।হিলকার্ট রোডে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগে ব্যবসায়ীরা।
