কোচবিহার, ৫ মেঃ কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের রামঠেঙ্গা বাজার এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রামঠেঙ্গা বাজার এলাকার বাসিন্দা রাজু দাস দোকান খুলে পুজো দেওয়ার জন্য বাজারে থাকা একটি কল থেকে জল আনতে যান।জল এনে দেখতে পান সোনা, রূপোর জিনিস পত্র রাখা একটি ব্যাগ নেই।ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর দেওয়া হয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
দোকানের মালিক রাজু দাস জানান, সমস্ত সোনা, রূপোর গয়না চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার জিনিস ছিল।
এই বিষয়ে এলাকার ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান, আমরা বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা করছি।পাশাপাশি পুলিশ পিকেটিং এর দাবিও জানান তিনি।