শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির মধ্য শান্তিনগর বৌবাজার এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে দুই মহিলাকে আটক করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।আটক দুই মহিলার নাম অয়ন্তিকা রায় এবং কেকা রায় মিত্র।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বসেছিলেন দোকান মালিক।সন্তানের জন্য খাবার আনতে যান তিনি।সেইসময় দুই মহিলা ক্রেতা সেজে তার দোকানে ঢোকে।বিভিন্ন জিনিস দেখানোর কথা বলে তারা।এরপর সুযোগ বুঝে কিছু সোনার অলঙ্কার চুরি করে চম্পট দেয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজের মাধ্যেমে গোটা বিষয়টি সামনে আসে।এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে।পুলিশ ঘটনার তদন্ত নেমে ১২ ঘণ্টার মধ্যেই ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা থেকে দুই মহিলাকে আটক করে।
এখনও পর্যন্ত তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার পাওয়া যায়নি।দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
