শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির হিলকার্ট রোডে সোনার দোকানে চুরির ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনের সময় মেয়র গৌতম দেব বলেন, এই চুরির ঘটনাটি পরিকল্পিতভাবে আগেই ছক কষে করা হয়েছে।এই বিষয়ে কমিটির সঙ্গেও আলোচনা করা হবে।পুলিশ কমিশনারের সঙ্গেও কথা হয়েছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, আজ সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসে দোকানের এক কর্মীর।প্রায় ৩০ কিলো রূপো ও আনুমানিক ১০০ থেকে ২০০ গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
