শিলিগুড়ি,১৮ জুনঃ জয়েন্ট এন্ট্রাসে দ্বিতীয় হিমাংশু শেখরকে সংবর্ধনা জানালেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।শনিবার শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু শেখরের বাড়িতে যান রঞ্জন সরকার এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শিবিকা মিত্তল।হিমাংশুকে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন,হিমাংশুকে নিয়ে আমরা গর্বিত।আমরা চাই ওর ভবিষৎ উজ্জ্বল হোক।
