শিলিগুড়িতে স্বাস্থ্য কর্মী ও সাফাই কর্মীদের সংবর্ধনা জানাল স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রচেষ্টা’

শিলিগুড়ি, ৩০ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ২৫, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী ও স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা জানালো স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রচেষ্টা’।


শনিবার তিনবাত্তি মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় শতাধিক সাফাইকর্মী ও ৪ জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় সংস্থার তরফে।

সংস্থার সদস্যা প্রিয়া রায় বলেন, এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কর্মী ও সাফাই কর্মীরা তাদের কাজ করছেন। এই কারণেই এদিন তাদের সম্মান জানানো হল।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা সাহা, ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাপস চ্যাটার্জি ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপা বিশ্বাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş