শিলিগুড়ি,৮ মেঃ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শহরের সঙ্গীত শিল্পীদের সহায়তার হাত বাড়িয়ে দিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের এক সমাজসেবী ও তার পরিবার।
শহরের নানান সংস্কৃতি ও সঙ্গীত পরিবেশনের সাথে জড়িত সকল শিল্পীই এখন ঘরবন্দী।কেউ বা পানশালায় গান গেয়ে সংসার চালান।কেউ বা গান ও বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জন করে থাকেন।কিন্তু লকডাউনের জেরে সবই এখন বন্ধ।তাই অনেক শিল্পীই সমস্যায় দিন কাটাচ্ছেন।
শিল্পীদের এমন পরিস্থিতির কথা শুনে শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবী প্রবীর সিং ও তার পরিবার এগিয়ে আসেন।শহরের বিভিন্ন এলাকার প্রায় চারশো পরিবারের হাতে বেশ কিছু খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি বলেন, ছেলেবেলা থেকেই সঙ্গীত জগতের সাথে জুড়ে রয়েছি।নিজ বাড়িতে রবীন্দ্র মূর্তি থাকায়, প্রতিবারই নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি।এবারে শহরের নানান বিভাগের সঙ্গীত শিল্পীদের দুর্দশার কথা ভেবে একটু ভিন্ন ভাবে পালন করা হলো রবীন্দ্রজয়ন্তী।