শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ অবশেষে বাড়িভাষা ভিআইপি রোড সংস্কার হতে চলেছে।ইতিমধ্যেই রাস্তা সংস্কারের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুক্রবার শিলিগুড়ি পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
এদিন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকা উন্নয়নের জন্য ইতিমধ্যেই ২১ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।তার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জাবরাভিটা আন্ডারপাস থেকে ভবেশ পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা তৈরি করা হবে।যার জন্য ৯৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ৩৬, ৩৯, ৪০, ৪২ সহ বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা সংস্কার করা হবে।জানুয়ারি মাসে বেশকিছু রাস্তার উদ্বোধনও করা হবে বলে জানান তিনি।