অবশেষে সংস্কার হচ্ছে বাড়িভাষা ভিআইপি রোড, খুশি বাসিন্দারা

শিলিগুড়ি, ৫ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান।অবশেষে সংস্কার করা হচ্ছে বাড়িভাষা ভিআইপি রোড।


দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা।রাস্তা মেরামতের দাবীতে একাধিকবার বিক্ষোভ, পথ অবরোধে সামিল হয়েছিলেন স্থানীয়রা।অবশেষে মঙ্গলবার রাস্তা সংস্কারের শিলান্যাস করলেন এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।উপস্থিত ছিলেন এসজেডিএ এর ভাইস চেয়ারম্যান দীলিপ দুগ্গার, এসজেডিএ’র সদস্য গৌতম গোস্বামী, এসজেডিএ সদস্য তথা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, জাবরাভিটা আন্ডারপাস থেকে ভবেশমোড় পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ১৪০০ মিটার রাস্তা ও রাস্তার একপাশে ড্রেন করা হবে।খুশি এলাকার মানুষ।


এদিন এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, আগেই এই রাস্তাটি করার কথা ছিল।স্থানীয় বিধায়ক ও তার লোকজনেরা এই রাস্তার কাজ আটকে দেয়।এই কারণেই রাস্তা সংস্কার হয়নি।

অন্যদিকে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এসজেডিএ এর চেয়ারম্যান নোংরা রাজনীতি করছেন।এর আগেও রাস্তার টেন্ডার হয়েছিল সেই টাকা কোথায় গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *